সাউদার্ন ইউনিভার্সিটির ভর্তি মেলার সময়সীমা বাড়ল


সাউদার্ন ইউনিভার্সিটির ভর্তি মেলার সময়সীমা বাড়ল

সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ভর্তি মেলা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। 

স্প্রিং সেমিস্টার-২০২৫-এ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আগ্রহের প্রেক্ষিতে এ সময়সীমা বাড়ানো হয়েছে।

ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রাম সিটির বায়েজিদ আরেফিন নগরে স্প্রিং সেমিস্টার-২০২৫-এ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে এ ভর্তি মেলা (এডমিশন ফেয়ার) গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র মেলা উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়, গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোতে টিউশন ফিতে ২৫ শতাংশ, ফার্মেসি ও ইইই (আন্ডার গ্র্যাজুয়েট) বিভাগে টিউশন ফিতে ২৫ শতাংশ, ইসিই বিভাগের টিউশন ফিতে ৫০ শতাংশ ও ইসলামিক শিক্ষা বিভাগের জন্য রয়েছে টিউশন ফিতে বিশাল ছাড়ে ভর্তির সুযোগ।  

এছাড়া, সব বিভাগে টিউশন ফিতে ১০-১০০ শতাংশ পর্যন্ত ছাড় (শর্ত প্রযোজ্য) এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানা সুযোগ সুবিধা।

বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস (এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৭১১৩৯৫৯৭৭, ০১৯১১৮৮২৭৬৪, ০২৪১৩৮০১০৬-১৪ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েব সাইট  www.southern.ac.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে- বিবিএ, এমবিএ, ইএমবিএ, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই), ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এলএলবি এবং এলএলএম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×