১৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের, কার্যকর হবে দুই ধাপে


১৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের, কার্যকর হবে দুই ধাপে

টানা আন্দোলনের চাপে নতি স্বীকার করল সরকার। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই ভাতা একবারে নয়, মিলবে ধাপে ধাপে।

মঙ্গলবার আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকের পর জানা যায়, চলতি অর্থবছরেই শিক্ষকদের বেতনের সাড়ে সাত শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া শুরু হবে। বাকি সাড়ে সাত শতাংশ কার্যকর হবে পরবর্তী অর্থবছরে। পুরো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করার দাবিসহ মোট তিনটি দাবিতে টানা অনশনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। রাজধানীর শহীদ মিনারে অবস্থান নিয়ে টানা ১০ দিন ধরে চলছে তাদের আমরণ অনশন। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×