সাউদার্ন ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


সাউদার্ন ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সিটির বায়েজিদের আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় মুহিদুল ইসলাম জুলকানকে প্রেসিডেন্ট ও সায়মা শাহারিন তিহাকে জেনারেল সেক্রেটারি করে ১৫ জনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও, ১৮ জন সাধারণ সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।  

সভা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আইন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের নতুন লোগো উন্মোচন, বারবিকিউ পার্টি, পুরস্কার বিতরণ, বিদায়ী সদস্যদের সংবর্ধনা প্রদান ও আইনি রম্য; বিতর্ক যেখানে শিক্ষার্থীরা আইন নিয়ে মজার তর্ক-বিতর্কে অংশ নেন। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ, সহকারী অধ্যাপক মুর্তজা ইসলাম জোহানজেব তারেক, সহকারী অধ্যাপক মো. ইয়াসিন, সহকারী অধ্যাপক রওশন জাহান ফারহানা, প্রভাষক খাদিজাতুল কুবরা মারিয়া, প্রভাষক জাহেদুল ইসলাম ও প্রভাষক তারিন হাসান। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×