বিমানবন্দরে ফায়ার সার্ভিসের প্রবেশে বাধার অভিযোগে যা বলছে বেবিচক


বিমানবন্দরে ফায়ার সার্ভিসের প্রবেশে বাধার অভিযোগে যা বলছে বেবিচক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল; এমন অভিযোগ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই দাবি সঠিক নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মঙ্গলবার, ২১ অক্টোবর সকালে বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের কোনো গাড়িকে প্রবেশে বাধা দেওয়া হয়নি।”

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের সঙ্গে সরাসরি কথা বলেছেন। “তারা স্পষ্ট বলেছেন, কোনো ইউনিটকে ঢুকতে বাধা দেওয়া হয়নি। শুধু দুটি ভেহিকেল বাইরে রাখা হয়েছিল নিরাপত্তার কারণে, কারণ ওই গাড়িগুলোতে দাহ্য অক্সিজেন ও বিশেষ কেমিক্যাল ছিল,” বলেন বেবিচক চেয়ারম্যান।

কার্গো এলাকায় আগুন লাগার সময় ঘিরে প্রশ্ন উঠলেও তিনি জানান, বিষয়টি তদন্তাধীন। আগুন লাগার খবর পাওয়ার সময় এবং প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, “ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ২টা ৩০ মিনিটে খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।”

ঘটনাস্থলে হোস পাইপ ব্যবহার না করার অভিযোগও নাকচ করে দিয়ে তিনি বলেন, প্রচুর হোস পাইপ ব্যবহৃত হয়েছে, যদিও কিছু পাইপ ফেটে যাওয়ায় কাজে সামান্য বিলম্ব হয়। “তবে ফায়ার ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা করেছে,” বলেন তিনি।

বেবিচক চেয়ারম্যান আরও জানান, অগ্নিকাণ্ডের জায়গাটিতে বিপুল পরিমাণ গার্মেন্টস সামগ্রীসহ দাহ্য মালামাল ছিল, যা ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ভেতরে প্রবেশে বাধা সৃষ্টি করে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর মানদণ্ড নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই দুর্ঘটনায় আইকাও-এর মানদণ্ডে আমরা নিচে নামব না। তদন্ত শেষে যে সুপারিশ আসবে, আমরা তা বাস্তবায়ন করব। এতে আমাদের অবস্থান আরও শক্ত হবে।”

সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য নিয়ে তিনি বলেন, “দেশের স্বার্থে আমাদের উচিত হবে গুজবে কান না দেওয়া। তদন্ত চলছে, যে কোনো গাফিলতি বা ত্রুটি তদন্তেই বেরিয়ে আসবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×