লক্ষ্যমাত্রা অর্জনে আড়াই মাসের কর্মসূচি রূপালী ব্যাংকের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:৩৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

রূপালী ব্যাংকের ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনে ৭৫ দিনের কর্মসূচি দিয়েছে। ব্যাংকটির আমানত, হিসাবধারীর সংখ্যা, বিনিয়োগ, রেমিট্যান্স প্রবাহ, আমদানি-রফতানি বাণিজ্য ও খেলাপি ঋণ আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের এই পদক্ষেপ নিয়েছে ব্যাংকটি।
জানা গেছে, ঋণ পুনরুদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২০২৫ সালকে আদায় বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। রূপালী ব্যাংক খেলাপিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ব্যাংকের প্যানেল আইনজীবীদের সঙ্গে সরাসরি বৈঠক করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। রূপালী কেইস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে মামলাগুলোর নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনগত জটিলতা দ্রুত নিরসনের জন্য সম্প্রতি চিফ লিগ্যাল অ্যাডভাইজর নিয়োগ দেওয়া হয়েছে।
রূপালী ব্যাংকের কর্মকর্তারা বলেন, ইতোমধ্যে বছরের শেষ ত্রৈমাসিক শুরু হয়েছে। তাই বিগত ৩টি ত্রৈমাসিকে যেসব কারণে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হয়নি, সেসব কারণ চিহ্নিত করে অনুপুঙ্খ বিশ্লেষণ ও পর্যালোচনার ভিত্তিতে ডিসেম্বর ত্রৈমাসিকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন ও ব্যাংকের শতভাগ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আড়াই মাসে বাস্তবায়ন করতে হবে।
জানা গেছে, ‘৭৫ (পঁচাত্তর) দিনের ব্যবসায়িক ক্র্যাশ প্রোগ্রাম’ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত কর্মসূচিতে ব্যাংকের অন্যান্য সাধারণ কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক চলতি, সঞ্চয়ী ও এসএনডি হিসাব খোলা এবং এসব হিসাবে লো-কস্ট এবং নো-কস্ট আমানত সংগ্রহে অধিকতর গুরুত্ব দেওয়া, ঋণ বিতরণে সিএমএসএমই খাতকে প্রাধান্য দেওয়া, আদায় কার্যক্রম জোরদার করা, শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনা এবং কোনভাবেই যেন বিদ্যমান নিয়মিত ঋণসমূহ শ্রেণিকৃত না হয়; সেসব বিষয়ের উপর প্রাধান্য দিয়ে বছর শেষে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের লক্ষ্যে নিম্নোক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রূপালী ব্যাংকের কর্মকর্তারা আরো বলেন, বর্তমানে মোট আমানত দাঁড়িয়েছে ৭৩ হাজার ১৭০ কোটি টাকা। অবলোপন ঋণ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১১শ কোটি টাকা আদায় করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৮৬ কোটি টাকা বেশি। রূপালী ব্যাংক আগস্ট ২০২৫ পর্যন্ত প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে দেশের তফসিলি ব্যাংকের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে, যা আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের সক্ষমতা ও আস্থার প্রতিফলন। বর্তমানে রূপালী ব্যাংক আর্থিক স্থিতিশীলতা অতিক্রম করে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আরও সহজ ও গ্রাহকবান্ধব ডিজিটাল সেবা এবং নীতিমালা গ্রহণই ব্যাংকের প্রধান লক্ষ্য।