অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি প্রায় ১৯%
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:১৯ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

অক্টোবরের শুরুতেই প্রবাসী আয়ে বড় ধরনের ইতিবাচক ধাক্কা দেখা গেছে। মাসের প্রথম ১২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ১৮.৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, যা অর্থনীতির জন্য স্বস্তিদায়ক ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ১২ অক্টোবরের মধ্যে দেশে পাঠানো মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯৯৩ মিলিয়ন ডলার।
সোমবার, ১৩ অক্টোবর প্রকাশিত এই পরিসংখ্যানে আরও জানানো হয়, চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত (১ জুলাই থেকে ১২ অক্টোবর) দেশে রেমিট্যান্স এসেছে ৮ হাজার ৭৮৭ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৭ হাজার ৫৩৬ মিলিয়ন ডলার।