বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ বয়ান এখন আর কার্যকর নয়: ড. হোসেন জিল্লুর
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, পুরনো বয়ান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এখন আর কার্যকর নয়। তাঁর মতে, বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অগ্রযাত্রা অত্যন্ত ধীরগতির এবং অনেক দিক থেকেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ।
সোমবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) আয়োজিত বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফবিসিসিআই এর ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. হোসেন জিল্লুর বলেন, বাংলাদেশের কথা বললেই আমরা আত্মতুষ্টির ফাঁদে পড়ে যাই। কিন্তু বাস্তবে আমাদের অর্থনীতির গতি নেই, ব্যবসায়িক অগ্রগতি নেই। দারিদ্র্যের হার উল্টো বাড়ছে, বেকারত্ব মহামারির পর্যায়ে পৌঁছেছে, প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার বেড়েছে। এগুলো আমাদের অগ্রগতির সঙ্গে সাংঘর্ষিক।
গত ১৫ বছরের শাসন ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা ভয়াবহ গোষ্ঠীতন্ত্র প্রত্যক্ষ করেছি। তবে গোষ্ঠীতন্ত্র দমন করতে গিয়ে সরকার বেসরকারি খাতের উদ্যোক্তাদের কাঠগড়ায় তুলছে, যা সমাধান নয়।
নতুন প্রবৃদ্ধির উৎস খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পোশাকশিল্পের বাইরে কৃষি, ওষুধ, আইটি, চামড়া কিংবা অন্য কোনো খাত থেকে আগামীর চালক আবিষ্কার করতে হবে। সেটিই হবে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার শক্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি আবুল কাসেম হায়দারসহ অন্যান্যরা।