ঝালকাঠি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেকার মরদেহ উদ্ধার


ঝালকাঠি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেকার মরদেহ উদ্ধার

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকাকে বরিশালে তার নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার, ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের সদর রোড এলাকার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল বিষয়টি নিশ্চিত করে বলেন, "৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং বাসার ভেতরে ঢুকে কেকাকে খাটের ওপর নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে এক নারী পুলিশ সদস্য তার মরদেহ পরীক্ষা করে দেখতে পান শরীরের একটি অংশে রক্ত জমাট বেঁধে রয়েছে।"

এদিকে কেকার মেয়ে দিতান জানিয়েছেন, বিকেল থেকেই মায়ের কোনো সাড়া না পেয়ে রাতে তিনি ঘরের দরজা খুলে ঢোকেন এবং খাটে পড়ে থাকা মায়ের নিথর দেহ দেখতে পান। তিনি বলেন, "আমি সঙ্গে সঙ্গে বাবাকে জানাই।"

দিতান আরও বলেন, "মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। আগে তার হার্টে রিং বসানো হয়েছিল।"

জানা গেছে, শারমিন মৌসুমি কেকা জুলাই ও আগস্ট মাসে দায়ের হওয়া তিনটি মামলার আসামি ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×