স্বর্ণের দামে নতুন রেকর্ড, আজ থেকে কার্যকর নতুন মূল্য


স্বর্ণের দামে নতুন রেকর্ড, আজ থেকে কার্যকর নতুন মূল্য

বাংলাদেশে আবারও ঊর্ধ্বমুখী হলো স্বর্ণের বাজার। মূল্যবৃদ্ধির ধারায় এবারও গড়া হলো নতুন রেকর্ড। আজ মঙ্গলবার, ১৪ অক্টোবর থেকে সারা দেশে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.664 গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৬১৮ টাকা। এতে করে এই ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মাত্র পাঁচ দিন আগেই, ৯ অক্টোবর, শেষবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। নতুন মূল্যবৃদ্ধির ফলে পুরনো সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বাজার।

নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে বেড়েছে ৪ হাজার ৪০৯ টাকা, যা এখন বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ৩ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ৬৭৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা।

সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ২১৯ টাকা, যার ফলে এখন এটি বিক্রি হবে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি খরচ বাড়ার প্রভাবেই দেশীয় বাজারে এই পরিবর্তন এসেছে। বাজার বিশ্লেষকরা আরও জানাচ্ছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বর্ণবাজারে এমন পরিবর্তন চলমান থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×