ধর্ষণের বিচার চাইতে গিয়ে পুনরায় ধর্ষণের শিকার গৃহবধূ


ধর্ষণের বিচার চাইতে গিয়ে পুনরায় ধর্ষণের শিকার গৃহবধূ

বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী হেলাল মৃধা বাদী হয়ে গতকাল রবিবার (১২ অক্টোবর) রাতে বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলো বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের হামেজ উদ্দিন হাওলাদারে ছেলে হারুন হাওলাদার (৫০) ও ফয়জর আলী মৃধার ছেলে আসাদুল (৩০)।

উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রাম এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটেছে গত ৫ ও ৭ অক্টোবর।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ভুক্তভোগীর স্বামী বাড়ির বাহিরে থাকায় তার অনুপস্থিতিতে গৃহবধূর বসতঘরে প্রবেশ করে তার ফুফাশ্বশুর হারুন হাওলাদার প্রথমে তাঁকে ধর্ষণ করে। এ ঘটনার দুই দিন পর ধর্ষণের সালিশ-মীমাংসা করে দেয়ার কথা বলে গৃহবধূর স্বামীর অনুপস্থিতির সুযোগে (৭ অক্টোবর) আসাদুল ভয়ভীতি দেখিয়ে তাঁকে পুনরায় ধর্ষণ করে।

এ ঘটনার পরে গৃহবধূর স্বামী রাতে বাড়িতে এলে তাকে ঘটনার বিস্তারিত জানান। পরে ওই রাতেই হেলাল মৃধা (ভুক্তভোগীর স্বামী) প্রতিবেশী গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কুদ্দুস মাস্টারের কাছে গিয়ে ঘটনাটি জানান। কুদ্দুস মাস্টারের নেতৃত্বে ফারুক হাওলাদারসহ স্থানীয় কয়েকজনক মিলে গোপনে সালিশ করেন ও স্টাম্পে স্বাক্ষর নেন। তবে ভুক্তভোগী ও তাঁর স্বামী আপস করতে রাজি হননি। এ ঘটনার পর অভিযুক্ত হারুন ও আসাদুল আত্মগোপনে রয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, হেলাল মৃধা নামে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ধর্ষণ অভিযোগ তুলে দুইজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক রয়েছেন, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×