জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ
- জয়পুরহাট প্রতিনিধি
- প্রকাশঃ ১০:০৩ এম, ১৪ অক্টোবর ২০২৫

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর দলীয় সিদ্ধান্ত ও কর্মকাণ্ডকে ‘জুলাই বিপ্লবের আদর্শবিরোধী’ আখ্যা দিয়ে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
সোমবার, ১৩ অক্টোবর, তিনি লিখিতভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ফিরোজ আলমগীর।
পদত্যাগপত্রে তিনি জানান, এনসপির জেলা পর্যায়ের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এলেও সম্প্রতি দলের নীতিনির্ধারণী অবস্থান এবং কার্যক্রমের সঙ্গে তার মতাদর্শগত বিরোধ তৈরি হয়েছে। ফিরোজ আলমগীর লিখেছেন, “জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে এবং যাদের দলে গ্রহণ করছে, তা স্পষ্টভাবে বিপ্লবের মূল আদর্শের বিরোধী।”
বিশেষ করে আওয়ামী লীগপন্থি ব্যক্তি ও নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দল যেভাবে এমন পদক্ষেপ সমর্থন করছে, তা তার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে মেলে না। এ বিষয়গুলো তাকে হতাশ করেছে বলে উল্লেখ করেন তিনি।
ফিরোজ আলমগীর আরও জানান, এনসিপি থেকে তার প্রত্যাশা ছিল, এটি একটি ভিন্নধারার রাজনীতির ধারা তৈরি করবে, যা চলমান রাজনীতির বাইরে গিয়ে গণমানুষের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করবে। কিন্তু তার ভাষায়, “বর্তমানে দল ঐতিহ্যগত রাজনীতির পথে হাঁটছে, যা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক।”
তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ভবিষ্যতে দল শুধুমাত্র কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে না চালিয়ে আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেবে এবং তৃণমূলের মতামতকে মূল্যায়ন করবে।
সবশেষে তিনি জানান, দলীয় সব ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
জেলা পর্যায়ের প্রতিক্রিয়ায় জয়পুরহাটের এনসপি’র যুগ্ম সমন্বয়ক মো. ওমর আলী বলেন, “ফিরোজ আলমগীরের পদত্যাগের বিষয়টি শুনেছি। তবে সোমবার পর্যন্ত তার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি।”