সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭৪০ টন পেঁয়াজ ভারত থেকে আমদানি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৫ পিএম, ১৮ আগস্ট ২০২৫
.png)
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সোমবার (১৮ আগস্ট) এক দিনে ৬১টি ট্রাক পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ৬১ ট্রাকে মোট ১,৭৪০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, গত ১৪, ১৭ ও ১৮ আগস্ট মিলিয়ে তিন দিনে ৯২টি ট্রাকে মোট ২,৩৪৯ টন পেঁয়াজ ভারতের কাছ থেকে দেশে এসেছে।
মাইনুল ইসলাম বলেন, আজ ৬১ ট্রাক পেঁয়াজ এসেছে। তবে আগামীকাল আরও পেঁয়াজ আসবে কি না, সে বিষয়ে এখনো আমাদের কাছে কোনো তথ্য নেই।