৪৪৬ কোটি টাকা ব্যয়ে

দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার


দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং মিয়ানমার থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার পেছনে ব্যয় হচ্ছে ৪৪৬ কোটি টাকার বেশি।

বুধবার, ২২ অক্টোবর, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদন পায়। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, দু’টি উৎস থেকে চাল আমদানি করা হবে দুই ধাপে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় ‘প্যাকেজ-২’ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে। এই চাল সরবরাহ করবে দুবাই-ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসি। এ চাল কিনতে সরকারকে ব্যয় করতে হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারিত হয়েছে ৩৫৫.৯৯ মার্কিন ডলার।

অন্যদিকে, মিয়ানমারের সঙ্গে সরকার পর্যায়ে সরাসরি (জি-টু-জি) ভিত্তিতে আরও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই চাল সরবরাহ করবে মিয়ানমার রাইস ফেডারেশন। এতে সরকারের ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৭৬.৫০ মার্কিন ডলার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×