বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:২৫ পিএম, ২২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যক্রমে গতি আনতে বড় রদবদল এনেছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হুমায়ুন কবিরকে যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার, ২২ অক্টোবর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।”
দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে প্রবাসী রাজনীতিতে সক্রিয় থাকা হুমায়ুন কবির দেশে ফিরে বিএনপির জাতীয় রাজনীতিতে যুক্ত হন। এরপর তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার নতুন দায়িত্ব পেয়ে তিনি দলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান আরও সুসংহত করতে চায়, আর সেই কৌশলের অংশ হিসেবেই হুমায়ুন কবিরকে এই পদে আনা হয়েছে।
দলীয় একটি সূত্র জানায়, কূটনৈতিক যোগাযোগ ও বৈশ্বিক নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে হুমায়ুন কবিরের অভিজ্ঞতা এবং দক্ষতাকে গুরুত্ব দিয়েই এই পদোন্নতি দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে তিনি দলের আন্তর্জাতিক কর্মপরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবেন বলে প্রত্যাশা করছে বিএনপি।