অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১ হাজার কোটি টাকা


অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১ হাজার কোটি টাকা

চলতি অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ২১ হাজার কোটি টাকা বা ১৭১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দৈনিক গড়ে এটি ৯ কোটি ডলার বা এক হাজার ১০৩ কোটি টাকার সমান। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, “অক্টোবরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।”

১৯ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯২৯ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসী বাংলাদেশিরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×