আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:০৫ এম, ৩১ জুলাই ২০২৫
নতুন অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতির ঘোষণা দেবেন।
গত মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত পদক্ষেপ ও এর বাস্তব প্রভাব তুলে ধরা হবে বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি প্রকাশ করা হয়েছিল। সে সময় গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছিলেন, "২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির জন্য উপযুক্ত নয়। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে ২০২৪ সালের জুন শেষে ব্যাংকঋণের নীতিগত সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু হতে পারে।"
গত সরকারের আমল থেকেই লাগাতার উচ্চ মূল্যস্ফীতি দেশের অর্থনীতিতে চাপ তৈরি করে আসছে। সে সময়ের গভর্নর আব্দুর রউফ তালুকদার একাধিক ধাপে নীতিগত সুদের হার বাড়ান। এই কৌশল অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও অব্যাহত ছিল। তবে তা প্রত্যাশিতভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বরং বিনিয়োগে মন্দা দেখা দেয়, যার ফলে অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে।
বাজারে টানাপোড়েন মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক বিগত বছরগুলোতে কঠোর সংকোচনমুখী নীতিতে অটল থেকেছে। সর্বশেষ ২০২৩ সালের ২৭ অক্টোবর নীতিগত সুদের হার বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা হয়, যা এখনো বলবৎ। এর ফলে ব্যাংক ঋণের সুদহার ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
তবে এবার নতুন মুদ্রানীতিতে কিছুটা নমনীয়তা দেখা যেতে পারে। ইঙ্গিত মিলেছে, সুদের হার, ঋণপ্রবাহ এবং বিনিয়োগ সক্রিয় করতে কিছু কাঠামোগত পরিবর্তন আসছে। মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, “চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কিছুটা সংকোচনমূলক অবস্থান থাকলেও বাংলাদেশ ব্যাংক দীর্ঘমেয়াদে একটি বিনিয়োগবান্ধব রূপরেখার দিকে এগোচ্ছে।”
আজকের সংবাদ সম্মেলনে গভর্নরের পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের প্রধান, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, মুখ্য অর্থনীতিবিদ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।