রেকর্ড পতনের পর বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবার ঘুরে দাঁড়িয়েছে সোনার দাম। গত ১২ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতনের পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সোনার দাম বেড়েছে ১ শতাংশের বেশি। রয়টার্স জানিয়েছে, টানা দুই দফা দাম কমার পর এবার দাম সামান্য বাড়ায় বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং শুক্রবার প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলেই সোনার চাহিদা বেড়েছে, যা দামের উর্ধ্বগতির কারণ।
বর্তমানে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩০ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত দুই সপ্তাহে এই দামে উল্লেখযোগ্য পতন ঘটে।
অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির ইউএস গোল্ড ফিউচার ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ১৬০ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
গত বছরের তুলনায় চলতি বছরে সোনার দাম বেড়েছে ৫৭ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সিদ্ধান্ত এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ।
বাংলাদেশের বাজারেও প্রভাব
বিশ্ববাজারের প্রভাব পড়েছে বাংলাদেশেও। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশে প্রতি ভরিতে সোনার দাম কমানো হয়েছে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা।
নতুন দামের ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা, এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪২ হাজার ২০৯ টাকায় বিক্রি হবে। নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিউর গোল্ড) দাম কমায় এ সমন্বয় আনা হয়েছে।
রুপার দামও হ্রাস
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৪৭০ টাকায়, ২১ ক্যারেট ৫ হাজার ২১৪ টাকায়, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৬৭ টাকায়, এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৫৯ টাকায় বিক্রি হবে।
সূত্র: রয়টার্স