কারখানা স্থাপনে বেপজার সঙ্গে বিনিয়োগ চুক্তি হানডার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫১ পিএম, ৩০ জুলাই ২০২৫
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেডের মধ্যে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) ঢাকার বেপজা নির্বাহী কার্যালয়ে এই চুক্তি সম্পাদিত হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং হানডা গার্মেন্টসের চেয়ারম্যান হ্যাং ঝেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, হানডা গ্রুপের চেয়ারম্যান হান চুন এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই বিনিয়োগ চুক্তির মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চলে হানডা একটি আধুনিক, ডিজিটাল ও টেকসই গার্মেন্টস কারখানা স্থাপন করবে। কারখানাটি বছরে প্রায় ৭ কোটি ২১ লাখ পিস বিভিন্ন ধরনের পোশাক তৈরি করবে, যার মধ্যে থাকবে টিশার্ট, পলো শার্ট, জ্যাকেট, স্যুট, ব্লেজার, ট্র্যাকস্যুট, সুইমওয়্যার ও শিশুদের পোশাক। এই প্রকল্পে মোট ১০,১১২ জন বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা দ্রুত জমি হস্তান্তর করব যেন কারখানার নির্মাণ কাজ তাড়াতাড়ি শুরু করা যায়। কোনো সরকারি সংস্থার সঙ্গে কাজ করতে সমস্যা হলে আমরা পাশে থাকবো।
হানডা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হান চুন বলেন, "আমরা শুধু শ্রমঘন শিল্পের সুবিধা নিতে আসিনি, বরং উন্নত প্রযুক্তি ও টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।" তিনি আরও জানান, স্থানীয়ভাবে একটি দক্ষ টিম গঠন করা হবে যারা আন্তর্জাতিক মান অনুযায়ী ডিজাইন ও উৎপাদনে সক্ষম হবে।
এছাড়াও, হানডার বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসেবে বাংলাদেশি কর্মীদের ভবিষ্যতে চীনসহ অন্যান্য দেশে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি।
চুক্তিটি বাংলাদেশের পোশাক শিল্পে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা প্রযুক্তিগত অগ্রগতি ও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা উন্মোচন করবে।