ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলা: ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:২৮ এম, ২৯ অক্টোবর ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আশুলিয়ায় ছয়জনের মরদেহ দাহ এবং সাতজনকে হত্যা করার অভিযোগে দায়ের হওয়া মামলায় আজ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। সাবেক এমপি সাইফুল ইসলামসহ এ মামলার সাক্ষ্যগ্রহণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হবে।
আজকের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে। এদিন দুজন সাক্ষী জবানবন্দি দেবেন।
এর আগে ২১ অক্টোবর এএসপি এনায়েত এবং শহীদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল সাক্ষ্য দিয়েছেন। তাদের জবানবন্দি শোনার পর স্টেট, ডিফেন্স এবং আসামিপক্ষের আইনজীবীরা প্রশ্ন করেছেন। এ পর্যন্ত মামলায় মোট ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
মামলার বিচার শুরু হয়েছে ২১ আগস্ট, যখন ট্রাইব্যুনাল এ আদেশ জারি করেন। মামলায় মোট ১৬ জন আসামি রয়েছে, যার মধ্যে আটজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে শেখ আবজালুল হক ইতোমধ্যে রাজসাক্ষী হয়েছেন।