মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আজাদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
রাজধানীর মেট্রোরেল দুর্ঘটনায় নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন বাধ্য করা হবে না, তা জানাতে হাইকোর্টে রুল জারি করা হয়েছে। একই সঙ্গে আদালত মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন মেট্রোরেল এবং সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের জন্য কমিটি গঠনের নির্দেশ চেয়ে রিট আবেদন করেছিলেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, রাজধানীর মেট্রোরেল ও ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান ও নিরাপত্তা যাচাই করা অত্যন্ত জরুরি, কারণ ত্রুটিপূর্ণ প্যাডের কারণে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। আদালত রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন এবং বিশেষজ্ঞ কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গত রোববার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নিচ দিয়ে চলার সময় উপরের থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।