এস আলমের ২৮ হাজার ৪৫৩ কাঠা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:২২ পিএম, ২৮ অক্টোবর ২০২৫
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবার ও সহযোগীদের মালিকানাধীন ২৮ হাজার ৪৫৩ কাঠা স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। সম্পত্তিগুলো গাজীপুর ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অবস্থিত বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন, যা দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের ভিত্তিতে কার্যকর হয়েছে।
দুদক উপ-পরিচালক তাহসিন মোনাবিল হকের করা আবেদনে বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, এস আলম ও তার সহযোগীরা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। তাই তা রোধ করার জন্য আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।
এর আগে, ২০ অক্টোবর একই আদালত এস আলম, তার পরিবার ও সহযোগীদের নামে ১০৫টি কোম্পানি ও প্রতিষ্ঠানের মোট ৫১ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৩৮৬ শেয়ার জব্দের আদেশ দেন। এসব শেয়ারের বাজারমূল্য প্রায় ৮০০ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ২৯৫ টাকা।
৯ জুলাই আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার পরিবারের সদস্য ও সহযোগীদের ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন। ইসলামী ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এসব অ্যাকাউন্টে মোট ১১৩ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা জমা ছিল।
২৪ জুন আদালত সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সি আইল্যান্ডের সম্পত্তি জব্দ ও বাজেয়াপ্তের নির্দেশ দেন।
দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় আদালত এর আগে আরও কয়েক দফায় এস আলমের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ প্রদান করেছিল। এর মধ্যে ১৭ জুন ২০০ একর, ৯ এপ্রিল ৮ হাজার কাঠা, ২৩ এপ্রিল ৯ হাজার ৬৪৬ কাঠা এবং ৩০ জানুয়ারি ৫৮ একর সম্পত্তি জব্দ করা হয়েছিল।