সম্রাটকে মানি লন্ডারিং মামলায় আদালতে হাজিরের নির্দেশ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:৪৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

মানি লন্ডারিংয়ের অভিযোগে জামিনে থাকা ক্যাসিনোকাণ্ডের আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান। ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই নির্দেশ দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল এবং আসামিদের হাজিরার জন্য ওই দিন ধার্য ছিল। আসামি সম্রাটের পক্ষে তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হাজিরা দিয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তার হাজিরা বাতিলের আবেদন করেন।
শুনানি চলাকালে বিচারক সম্রাটের অবস্থান জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী জানান, তার অবস্থান সম্পর্কে তাদের কোনো তথ্য নেই। এরপর বিচারক আগামী রোববার সম্রাটের উপস্থিতিতে পুনরায় শুনানি করার জন্য দিন নির্ধারণ করেন।
২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সিআইডির উপ-পরিদর্শক রাশেদুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, সম্রাট ‘মেসার্স হিস মুভিজ’ নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মতিঝিল, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতেন। তিনি ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৯ আগস্ট পর্যন্ত প্রায় ১৯৫ কোটি টাকা পাচার করেছেন।
অভিযোগে আরও বলা হয়, পাচারকৃত অর্থ গোপন রাখার জন্য সম্রাট তার সহযোগী এনামুল হক আরমানের মাধ্যমে অর্থ সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঠিয়েছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, সম্রাট ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ৩৫ বার সিঙ্গাপুর, তিনবার মালয়েশিয়া, দুবার দুবাই এবং একবার হংকং সফর করেছেন। আর এনামুল হক আরমান একই সময়ে ২৩ বার সিঙ্গাপুর গেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।