সংসদ নির্বাচনে প্রার্থীদের সম্পত্তির বিবরণ থাকবে ইসির ওয়েবসাইটে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:১০ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে দেশি-বিদেশি সব সোর্সে অর্জিত আয় ও সম্পত্তির বিস্তারিত বিবরণ নির্বাচন কমিশনে জমা দিতে হবে। এই তথ্যগুলো পরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ বিষয়ে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “প্রার্থীদের আয় ও সম্পত্তির বিবরণ আইনানুগভাবে সংরক্ষিত হবে এবং তা আইনের মধ্যে থাকবে।”