ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেওয়ার মামলায় গ্রেপ্তার হাজী সেলিম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:০১ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

রাজধানীর চকবাজারে দোকান দখল ও ভাঙচুরের অভিযোগে করা এক মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হাজী সেলিমের পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ।
সকালে হাজী সেলিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানির সময় তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হলে উপস্থিত জনতা ‘ভিআইপি চোর’ স্লোগান দেন।
পরে বাদীপক্ষ থেকে চকবাজার থানার ওই মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। তবে আসামিপক্ষ এ আবেদনের বিরোধিতা করে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ২৮ আগস্ট লালবাগ থানার পোস্তা এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ আনা হয়, ২০২০ সালের আগস্টে বাদীর মালিকানাধীন ‘দীন অ্যান্ড সন্স’ নামের ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়ে ভেঙে সেখানে ‘মোহাম্মদিয়া টাওয়ার’ নির্মাণ করা হয়।
এই ঘটনায় হাজী সেলিমসহ কয়েকজনের বিরুদ্ধে দোকান দখল, ভাঙচুর ও সম্পত্তি দখলের অভিযোগ আনা হয়েছে।