নাশকতার মামলায় মির্জা আব্বাস-রিজভীসহ অব্যাহতি পেলেন ১৬৭ জন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১২:৪৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ নেতাকর্মীকে আদালত দায়মুক্তি দিয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পর এই অব্যাহতি আদেশ দেন।
অব্যাহতি পাওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন—মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, যুগ্ম মহাসচিব হাবিবুর রশিদ হাবিব, মিডিয়া উইংয়ের শামসুদ্দিন দিদার, নির্বাহী সদস্য নিপুণ রায়, যুবদল সভাপতি রফিকুল ইসলাম মনজু এবং ছাত্রদল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী বলেন, “এই মামলায় তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি। চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের করা এই মিথ্যা মামলায় দেরিতে হলেও আমরা আইনের আশ্রয়ে সুবিচার পেয়েছি।”
মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর ফকিরাপুল থেকে বিএনপি নেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। এরপর নবী উল্লাহ নবী, কফিল উদ্দিন এবং মির্জা আব্বাসের নেতৃত্বে আরও তিনটি মিছিল ওই এলাকায় জমায়েত হয়।
অভিযোগে বলা হয়, তারা ভিআইপি রোড অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন এবং পুলিশের অনুরোধে কর্ণপাত না করে উত্তেজনা বাড়ান। পরে বিএনপি অফিস থেকে বের হয়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়ি ও অন্যান্য যানবাহনে আগুন ধরানো, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পল্টন থানার এসআই মো. আল-আমিন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার কর্মকর্তা অভিযোগের সত্যতা না পেয়ে সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। আদালত সেই প্রতিবেদনের ভিত্তিতে আসামিদের দায়মুক্তি প্রদান করেন।