মিরপুরে পোশাক-রাসায়নিক কারখানায় আগুন, ৯ জনের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৪৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরের রুপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের রাসায়নিক গোডাউনে আগুনের ঘটনা ঘটে, যার ফলে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন লাগা পোশাক কারখানার দুটি তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাসায়নিকের গোডাউনে ব্লিচিং পাউডার, প্লাস্টিক এবং হাইড্রোজেন পার-অক্সাইডের মতো দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে সময় লাগছে। এই রাসায়নিক পদার্থগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।
জানা যায়, আগুনের সূত্রপাত হয়েছে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে।