এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ আটকে দিল পুলিশ


এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ আটকে দিল পুলিশ

বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় শহীদ মিনার থেকে শুরু হয়, তবে হাইকোর্টের সামনে পুলিশ তাদের আটক করে। শিক্ষকরাও পুলিশদের সঙ্গে মুখোমুখি অবস্থান নেন।

শহীদ মিনার থেকে সচিবালয় পর্যন্ত এই পদযাত্রা শুরু হয় প্রজ্ঞাপন না জারির কারণে। মূলত শিক্ষক-কর্মচারীরা দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রজ্ঞাপন না দেওয়া হলে তারা লংমার্চ করবে।

এর আগে দুপুর ১২টায় মার্চের পরিকল্পনা থাকলেও অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রস্তাব পেয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ শিক্ষকদের পদযাত্রা স্থগিত রাখার অনুরোধ করেন। কিন্তু প্রজ্ঞাপন না জারায় শিক্ষকরা বিকাল ৪টায় পদযাত্রা শুরু করার সিদ্ধান্ত নেন।

মার্চ শুরুর আগে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, “শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে। আর কোনো আলোচনার সুযোগ নেই।”

দুপুর পৌনে ১২টায় পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমসহ একটি দল শহীদ মিনারে এসে লংমার্চ পেছানোর অনুরোধ করেন। এ সময় দেলাওয়ার হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, “প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে, দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আমরা জানিয়েছি, প্রজ্ঞাপন ছাড়া লংমার্চ প্রত্যাহারের কোনো সুযোগ নেই।”

আজ সকালেই কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো শিক্ষক-কর্মচারী অবস্থান নেন। 

তাদের দাবিগুলো হলো:

মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা, শিক্ষক ও কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ।

শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন না জারি হলে সচিবালয় অভিমুখে পদযাত্রা চালিয়ে যাবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×