‘অংশগ্রহণমূলক’ ও ‘সুষ্ঠু’ নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বৈঠকে বসছে ইসি


‘অংশগ্রহণমূলক’ ও ‘সুষ্ঠু’ নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বৈঠকে বসছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ‘অবাধ’, ‘অংশগ্রহণমূলক’ এবং ‘সুষ্ঠু’ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে। সভায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রধান, পুলিশের আইজিসহ সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, “আগামী ২০ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো অংশ নেবে। আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছি।”

ইসি সূত্র জানায়, সোমবার বিকেলে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরাপদভাবে সম্পন্ন করার জন্য ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, প্রাসঙ্গিক প্রস্তুতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের উপস্থিতি নিশ্চিত থাকবে।

চিঠিতে আরও বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকেও সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×