রাজপথে দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায় করলেন শিক্ষকরা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৫
.png)
আজ বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষকরা তাদের “লংমার্চ টু সচিবালয়” কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষকরা সচিবালের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন, কিন্তু হাইকোর্ট সংলগ্ন এলাকায় পুলিশ তাদের পথরোধ করে।
পুলিশের বেরিকেড উপেক্ষা করে শিক্ষকরা আরও এগোতে না গিয়ে সেই স্থানে অবস্থান নেন। অবস্থানকালে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং মাইকে নিজেদের দাবি তুলে ধরেন।
বিকাল গড়িয়ে মাগরিবের নামাজের সময় শিক্ষকরা মাইকে আযান দিয়ে রাজপথেই নামাজ আদায় করেন। এ ঘটনায় শিক্ষকরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং একইসঙ্গে তাদের দাবিগুলো প্রকাশ করার চেষ্টা করছেন।