শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:২১ এম, ১৩ অক্টোবর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ দ্বিতীয়দিনের যুক্তিতর্ক উপস্থাপন হবে।
সোমবার (১৩ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, রবিবার মামলাটির প্রথমদিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই সময় ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।
যুক্তিতর্কের শুরুতে তাজুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের ১৯৭২ সালের শাসনামল থেকেই ফ্যাসিবাদের উত্থান শুরু হয়। বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা করে রক্ষীবাহিনীর হাতে ৩০ হাজার মানুষ হত্যার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, শেখ হাসিনা পরবর্তী ১৭ বছর একই কৌশল প্রয়োগ করেছেন।”
তিনি আরও বলেন, “আসামিদের শাসনামলে বিচারবিভাগ ধ্বংস করা হয়, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়, এবং গুম-ক্রসফায়ারের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়।”
প্রসিকিউশন এসময় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে।
গুম মামলায় সেনাসদস্যদের গ্রেপ্তার অগ্রগতি প্রসঙ্গে তাজুল ইসলাম জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “বিচারকদের স্বেচ্ছাচারিতা বন্ধে আইনগতভাবে স্পষ্ট বিধান থাকা জরুরি।”
অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ এ আজ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। মামলার অন্য দুই আসামি হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।