রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতা গ্রেফতার


রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতা গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মো. রুপসান (৩৬), ছাত্রলীগের সাবেক কর্মী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী শাহান (৩১), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবিদ (৩৩) এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক ও কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল মতিন ভুঁইয়া (৬২)।

ডিবি সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম মোহাম্মদপুরের নুরজাহান রোডে অভিযান চালিয়ে মো. রুপসানকে গ্রেফতার করে। বিকেল আনুমানিক ৫টায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল থেকে মোহাম্মদ আলী শাহানকে আটক করা হয়।

একই দিন দুপুর সোয়া ২টার দিকে মুগদার টিটিপাড়া এলাকা থেকে সাদ্দাম হোসেন আবিদকে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল গ্রেফতার করে। এছাড়া দুপুর দেড়টার দিকে ডিবি-লালবাগ বিভাগের টিম পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন ভুঁইয়াকে আটক করে।

ডিবি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×