সিএমএম আদালতে ১৩০ কোটি টাকার মাদক ধ্বংস


সিএমএম আদালতে ১৩০ কোটি টাকার মাদক ধ্বংস

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় মাস আগে বিদেশি এক নাগরিকের কাছ থেকে জব্দ করা ১৩০ কোটি টাকার কোকেনসহ বিপুল পরিমাণ মাদক আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের তত্ত্বাবধানে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসের তালিকায় ছিল ৮ কেজি ৫৫০ গ্রাম কোকেন, ১ লাখ ৪৪ হাজার ৫০০ পিস ইয়াবা, ৫০টির বেশি বোতল বিদেশি মদ এবং আধা কেজি গাঁজা। আদালতের নির্দেশে এসব মাদক বিশেষ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা এবং ডিএমপির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা এসব মাদক মামলার আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×