এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন
পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিলেন শিক্ষকরা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:২৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষকরা পুলিশের বাধা অতিক্রম করে অবশেষে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এতে ওই এলাকার প্রধান সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগে পৌঁছান শিক্ষকরা। এর আগে জাতীয় গ্রন্থাগারের সামনে পুলিশ তাদের রুখে দেওয়ার চেষ্টা করে। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে শিক্ষকরা স্লোগান দিতে থাকেন এবং কিছু সময় পরেই বাধা উপেক্ষা করে শাহবাগে জড়ো হন।
আন্দোলনরত শিক্ষকরা জাতীয় পতাকা এবং বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দুপুর ১টা ৪০ মিনিটে শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবেন।
এই কর্মসূচির ঘোষণা আসে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে। সেখানে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, “বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
উল্লেখ্য, গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই শিক্ষকরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে রয়েছেন।
শিক্ষকদের দাবি, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের সুস্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে তারা সরে আসবেন না।