বিতর্কিত বক্তা আমির হামজাকে উকিল নোটিশ


বিতর্কিত বক্তা আমির হামজাকে উকিল নোটিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিরুদ্ধে ‘সম্মানহানিকর, কুরুচিপূর্ণ ও মিথ্যা’ মন্তব্য করার অভিযোগে বিতর্কিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সিনেট সদস্য।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাঠানো ওই নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে আমির হামজাকে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। নোটিশটি ডাকযোগে তাঁর কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

আইনজীবী শিহাব উদ্দিন খান গণমাধ্যমকে জানিয়েছেন, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ এবং ইউটিউব ভিডিওর বরাত দিয়ে আমির হামজা দাবি করেছেন যে, তিনি জাবির সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীদের ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন, শিক্ষার্থীরা শিক্ষকদের লাঠি দিয়েছে।

নোটিশে এই মন্তব্যকে ‘মিথ্যা, অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিহাব উদ্দিন খানের ব্যক্তিগত অনুভূতিতেও এটি আঘাত হিসেবে বিবেচিত হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই এ মন্তব্য নাকচ করে বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু আমির হামজা কোনো প্রতিক্রিয়া জানাননি। নোটিশে এই বিষয়কে তাঁর বক্তব্যের ‘অসত্য ও মানহানিকর’ প্রমাণ হিসেবে দেখানো হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাবি, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। এছাড়া, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মিথ্যা বক্তব্যযুক্ত ভিডিও দ্রুত ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে নির্দেশ দিতে বলা হয়েছে।

দাবি পূরণ না হলে ফৌজদারি মামলা এবং ক্ষতিপূরণ আদায়ে দেওয়ানি মামলা দায়েরসহ অন্যান্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নোটিশে। এর আগে আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জাবি প্রশাসন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×