জামায়াত নেতাসহ বিএনপিতে যোগ দিলেন ৩ ইউপি সদস্য
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:১৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় রাজনীতিতে নতুন মোড় এসেছে। একযোগে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতের সাবেক নেতা এবং তিনজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
বিএনপিতে যোগ দেওয়া তিন জনপ্রতিনিধি হলেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য ও সাবেক জামায়াত নেতা ওহিদুরজ্জামান বাবু, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সোনামিয়া মোল্লা এবং ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল হক। তারা সবাই উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
এছাড়া অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি ছিলেন।