আওয়ামী ফ্যাসিবাদের দেড় দশকে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে: গয়েশ্বর


আওয়ামী ফ্যাসিবাদের দেড় দশকে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, আওয়ামী লীগের দেড় দশকের শাসনে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তার দাবি, এ সময় শিক্ষা খাতে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তার ক্ষত মুছতে কত বছর অপেক্ষা করতে হবে তা বলা কঠিন।

মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ঢাকা-৩ আসনের স্কুল ও কলেজ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, “নতুন কারিকুলাম, পরীক্ষার নিয়মে পরিবর্তন, অবাধ নকলের সুযোগ, শিক্ষার কাঠামোগত ভাঙন, ভিন্নধারার প্রশ্নপত্র প্রণয়ন এবং ইতিহাস বিকৃতি—এসবই আওয়ামী লীগ সরকারের কাজ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। এতে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজি নাজিম উদ্দীন মাস্টার, চুনকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদা খাতুন, জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরহাতুল বারী এবং কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ।

শিক্ষকদের বক্তব্যে উঠে আসে নানা সমস্যা ও দাবি। জিনজিরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারহাতুল বারী বলেন, “আমার প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন কিংবা পরিবহন ব্যবস্থা নেই।”

অন্যদিকে চুনকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদা খাতুন এবং কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ তাদের প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×