সিলেটে রাস্তায় হকার বসলেই অ্যাকশন: ডিসি সারোয়ার


সিলেটে রাস্তায় হকার বসলেই অ্যাকশন: ডিসি সারোয়ার

সিলেটে আবারও হকারদের সড়ক দখল করে ব্যবসা না করার বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি স্পষ্ট করে বলেন, রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই, যানজট সৃষ্টি করে ব্যবসা করাও আইনসম্মত নয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর লালদিঘিরপাড় মাঠে হকার পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ডিসি সারওয়ার আলম বলেন, “হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি, এটা তাদের জন্য একপ্রকার বোনাস। সিটি করপোরেশনের জায়গা থাকায় আমরা তা দিতে পারছি। কিন্তু জায়গা না থাকলেও রাস্তা ছাড়তেই হতো। সুতরাং রাস্তায় ব্যবসা করার সুযোগ নেই। এখানে না এলেও রাস্তা ছেড়ে যেতে হবে।”

তিনি জানান, পুনর্বাসনের কাজ পুরোপুরি শেষ হতে আরও ১০–১২ দিন সময় লাগবে। এরপর নির্দিষ্ট দিন ঘোষণা করে হকারদের রাস্তা ছাড়তে বলা হবে। কেউ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হকারদের কারণে নগরীতে যানজট বাড়ছে উল্লেখ করে সারওয়ার আলম বলেন, “দশ মিনিটের রাস্তা পাড়ি দিতে আধা ঘণ্টা লেগে যায়। এটা এ শহরের বড় সমস্যা। কোনোভাবেই সড়কে হকারদের থাকতে দেওয়া হবে না।”

হকারদের দাবিদাওয়ার বিষয়ে তিনি বলেন, “এখানে আন্দোলন বা দাবি করার সুযোগ নেই। তারা যে জায়গা পাচ্ছেন, সেটা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো জামানত ছাড়াই। তাই এখানে বিল্ডিং বানাতে হবে বা অন্য কিছু করে দিতে হবে এ ধরনের দাবি মানা হবে না।”

তবে হকাররা যাতে কর্মহীন না হয়ে পড়েন, সেজন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। ডিসি বলেন, “এখানে মানুষের সমাগম বাড়াতে এবং ক্রেতাদের আনতে আমরা এক রাস্তার জায়গায় তিনটি রাস্তা তৈরি করছি।”

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×