শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারায় মো. জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক নাজমুল আমিন আশঙ্কা প্রকাশ করেন যে, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন। এ কারণে তিনি আদালতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। গত ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আবেদনটি মঞ্জুর করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য আলোচিত আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, কেএম নুরুল হুদা ও হাবিবুল আউয়াল, আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, মিরপুর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা এলাকায় জাহাঙ্গীর আন্দোলনে যোগ দেন। অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমন করতে শেখ হাসিনার নির্দেশে আসামিরা দাঙ্গা সৃষ্টি করেন।

এসময় আওয়ামী লীগের অর্থায়নে অন্য আসামিরা অস্ত্র, লাঠিসোটা ও বিস্ফোরক নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। হামলায় গুরুতর আহত জাহাঙ্গীর পরে মৃত্যুবরণ করেন।

ঘটনার পর ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×