‘ভালো থাকুক বাংলাদেশ’: আদালতে ব্যারিস্টার সুমন


‘ভালো থাকুক বাংলাদেশ’: আদালতে ব্যারিস্টার সুমন

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন রিয়াজ নামে এক শ্রমিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির হয়ে সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, “দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশ।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রিয়াজ হত্যা মামলায় গত ২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক শাখাওয়াত হোসেন ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তখন সুমনের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন এবং সে অনুযায়ী বুধবার তাকে আদালতে হাজির করা হয়।

আদালতে হাজিরের সময় সুমনের হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। তাকে কাঠগড়ায় নেওয়ার পর এসব সরিয়ে ফেলা হয়।

শুনানিতে ব্যারিস্টার সুমনের পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম বলেন, “তিনি মামলার এজাহারনামীয় ২৫ নম্বর আসামি। মামলার বিষয়ে তার সঙ্গে কথা বলতে চাই। এজন্য ২০ মিনিট সাক্ষাতের প্রার্থনা করছি।”

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করে বলেন, সুমন আদালতে প্রবেশের পর আইনজীবী ছাড়াও অনেকের সঙ্গে কথা বলেছেন। ফলে সাক্ষাতের প্রয়োজন নেই।

শুনানি শেষে আদালত ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন, তবে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনো আদেশ দেননি।

এরপর আদালত চত্বর থেকে কারাগারে নেওয়ার সময় উপস্থিত কয়েকজন ব্যারিস্টার সুমনকে দেখে কটূক্তি করেন। জবাবে তিনি শুধু বলেন, “দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশ। ভালো থাকুক বাংলাদেশ। আর কিছু না।”

মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন রিয়াজ নামে এক শ্রমিক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা বেগম গত ২২ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১৩ জনকে আসামি করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×