শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৩:৫৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা শেখ হাসিনা মামলায় হয়তো তিনিই হবেন শেষ সাক্ষী। তিনি জানান, তার সাক্ষ্য গ্রহণ শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে যাবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, শুধু একটি মামলাই নয়, এটা রাজনৈতিকভাবে আমরা ন্যায়বিচার পাবো। কিন্তু সারাদেশে যে গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গ্রেপ্তার, গুম-খুন সংঘটিত হয়েছে, সেসব নিয়েও অনেক মামলা চলছে। বিচারপ্রক্রিয়া দীর্ঘদিন চলমান থাকবে। নির্বাচনের পরও যেন এ প্রক্রিয়া ব্যাহত না হয়, সে প্রতিশ্রুতির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে রোডম্যাপ দাবি করেছি। একইসঙ্গে সব রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা থাকবে, যেন তাদের ইশতেহারে জুলাই গণহত্যার বিচার অব্যাহত রাখার অঙ্গীকার থাকে।
ট্রাইব্যুনালের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত তারা বিচারকাজ নিয়ে সন্তুষ্ট। তার ভাষায়, রায়ের দিকে দ্রুত এগোচ্ছে ট্রাইব্যুনাল। তবে বাকি সব মামলাও যথাযথ গুরুত্বে অগ্রসর হওয়া জরুরি। এজন্য নির্বাচনের আগে সব রাজনৈতিক দলকে নিয়ে সমন্বিত রোডম্যাপ ঘোষণা করা উচিত।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে নাহিদ ইসলাম বলেন, কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক জনমত তৈরি করতে হবে সরকারকে। তবে তার মতে, মামলার রায় হয়ে গেলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার আর কোনো সুযোগ থাকবে না। তিনি যোগ করেন, বর্তমান সরকারসহ যে কোনো সরকারের জন্যই এটি নৈতিক ও আইনি দায়িত্ব। আমরা আশা করি এ সরকার সেই দায়িত্ব পালন করবে।
এদিন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। দুপুরে তিনি ট্রাইব্যুনালে উপস্থিতও হন। তবে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, মাহমুদুর রহমানের স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হওয়ায় তার সাক্ষ্যগ্রহণের সম্ভাবনা কম।
অন্যদিকে, মঙ্গলবার সকালে এ মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তার উপস্থিতিতেই মামলার ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।