সিলেটের ডিসি সারওয়ার আলমকে আদালতের শোকজ


সিলেটের ডিসি সারওয়ার আলমকে আদালতের শোকজ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এই আদেশ দেন।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

তবে রোববার সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছেনি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মো. সারওয়ার আলম।

আদালত সূত্রে জানা গেছে, সিলেটের খ্যাতনামা ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারের ঘটনায় দায়ের হওয়া একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ শোকজ জারি করা হয়।

শোকজের বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×