ইনু-হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৮ সেপ্টেম্বর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়ায় জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় সাতজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এর আগে গত ২১ আগস্ট হাসানুল হক ইনুকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল-১। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় সাতজন নিহত হন এবং আহত হন একাধিক ব্যক্তি। পরে হাসানুল হক ইনু, মাহবুব আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনে দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।