নগদের শেয়ার বিক্রি স্থগিত করল সুপ্রিম কোর্ট


নগদের শেয়ার বিক্রি স্থগিত করল সুপ্রিম কোর্ট

জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদের শেয়ার বিক্রির উদ্যোগ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া পদক্ষেপের ওপর এ স্থগিতাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ সংক্রান্ত আদেশ দেন।

শুনানিতে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। অন্যদিকে নগদের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট জায়নুল আবেদিন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার নওশাদ জমির, কায়সার কামাল, অ্যাডভোকেট জিয়াউর রহমান এবং অ্যাডভোকেট মো. জামিলুর রহমান।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, নগদে প্রশাসক নিয়োগের বৈধতা বিষয়ে মূল মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের নেই। আগামী ২৬ অক্টোবর এ সংক্রান্ত মামলার শুনানির তারিখ নির্ধারিত রয়েছে। এর ফলে নগদের শেয়ার বিক্রি বা নতুন বিনিয়োগ নেওয়ার কার্যক্রম পুরোপুরি থেমে গেল।

এর আগে গত ৩১ আগস্ট বিডা অংশীদার খোঁজার উদ্যোগে বিজ্ঞাপন প্রকাশ করে। এজন্য একটি আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগেরও পরিকল্পনা নেয়া হয় এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

বিডার প্রকাশিত টার্মস অব রেফারেন্স (টিওআর) অনুযায়ী, নগদ বর্তমানে ডাক বিভাগের অধীনে পরিচালিত হলেও গত চার বছরে ব্যবস্থাপনায় তেমন উন্নতি হয়নি। প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও সম্প্রসারণে নতুন প্রযুক্তি সংযোজন জরুরি, যার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ প্রতিষ্ঠান ও বৈদেশিক মুদ্রার জোগান দরকার। সরকার আশা করছে, সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে কৌশলগত অংশীদার আনা হলে তা দেশের জন্য লাভজনক হবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমবে। টিওআরে আরও উল্লেখ করা হয়েছে, সরকার নগদের অধিকাংশ শেয়ার বিক্রির জন্য একজন কৌশলগত অংশীদার খুঁজছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×