ঢাবি শিক্ষক কার্জনসহ ২ জনের জামিন নামঞ্জুর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:২২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা আব্দুল্লাহীল কাইয়ুমের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
বুধবার (১০ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
আসামিদের পক্ষ থেকে জামিনের আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত ও খন্দকার নুর কুতুবুল আলম। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে উভয়পক্ষের যুক্তি শুনে আদালত আবেদন খারিজ করে দেন।
এর আগে গত ২৮ আগস্ট রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মঞ্চ ৭১’-এর গোলটেবিল বৈঠক থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ মোট ১৬ জনকে পুলিশ হেফাজতে নেয়। পরদিন (২৯ আগস্ট) শাহবাগ থানায় পুলিশের উপপরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলায় তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, লতিফ সিদ্দিকী (৭৫)সহ আসামিরা ‘মঞ্চ ৭১’-এর ব্যানার ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়া তারা সরকারবিরোধী উসকানিমূলক কার্যক্রমেও অংশ নেন।
এই মামলার আসামির তালিকায় রয়েছেন— সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুম।