বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ২ শিবির নেতাকে গুলি, কনস্টেবল কারাগারে


বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ২ শিবির নেতাকে গুলি, কনস্টেবল কারাগারে

২০১৬ সালে যশোরের চৌগাছায় গ্রেফতারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলি করার ঘটনায় কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সংক্রান্ত শুনানির পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানির আগে সাজ্জাদুরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) একজনকে গ্রেফতার করা হয়েছে, আজ বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার নাম সাজ্জাদুর রহমান।

এর আগে মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছিল, যার নাম আতিকুল ইসলাম। দুজনই চৌগাছা থানায় কর্মরত ছিলেন। গ্রেফতার আতিকুল তখন ইন্সপেক্টরের দায়িত্বে ছিলেন এবং তাকে ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে।

প্রসিকিউটর তামিম বলেন, ২০১৬ সালে চৌগাছা থানা এলাকায় মোটরসাইকেলে যাচ্ছিলো ছাত্রশিবিরের দুই নেতা। তাদের গ্রেফতার করে থানায় নেওয়া হয়। এরপর ডিবি কার্যালয়ে পরিচয় যাচাই করা হয় এবং তাদের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তাদের আদালতে হাজির করা হবে। কিন্তু এর আগের রাতে তাদের চোখ বেঁধে অন্য স্থানে নিয়ে গিয়ে দুই হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। এরপর আদালতে বন্দুকযুদ্ধের ঘটনা দেখানো হয়। পরে চিকিৎসা চলাকালে দুই শিবির নেতার পা কেটে দিতে হয়।

তিনি আরও বলেন, এই ঘটনাকে ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ হিসেবে দেখছে। কারণ শুধুমাত্র এই দুই নেতাকেই নয়, সমগ্র দেশে বিরোধী রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের গ্রেফতার করে হাঁটু, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলি করে বিকলাঙ্গ করা হতো। চৌগাছার ঘটনাও সেই নিপীড়নের অংশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×