ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: চিফ প্রসিকিউটর
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:১০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-কে গণতন্ত্রের একটি বিজয় হিসেবে দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার, ১০ সেপ্টেম্বর দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “ডাকসু নির্বাচনে বিজয়ী ও বিজিত সবাইকে অভিনন্দন। জয়-পরাজয় মূখ্য নয়, ভোট দেওয়ার অধিকার ফিরে আসাটা গুরুত্বপূর্ণ। এটা গণতন্ত্রের বিজয়, বর্ষা বিপ্লবের পর নতুন বাংলাদেশের বিজয়।”
প্রসঙ্গত, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে জয় পেয়েছেন শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম, আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন এসএম ফরহাদ।