বিজয়ে অতি উল্লসিত হওয়ার কিছুই নেই: শিশির মনির


বিজয়ে অতি উল্লসিত হওয়ার কিছুই নেই: শিশির মনির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে শিবির-সমর্থিত ছাত্রজোট, তবে এই সাফল্যে বেশি উচ্ছ্বাস দেখানো অনুচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, "জয়-পরাজয় ছিল, আছে এবং থাকবে। অতি উল্লসিত হওয়ার কিছুই নাই। আবার একেবারে ভেঙে পরারও কিছু নাই। সবই সাময়িক। ব্যক্তিত্ব-নেতৃত্ব-কর্মই আসল বিবেচ্য বিষয়। সকলের জন্যই শুভ কামনা।"

এবারের ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থনে গঠিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

বুধবার সকাল সাড়ে ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

ভিপি (সহ-সভাপতি) পদে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম, আর সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন এসএম ফরহাদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×