ঢাবিতে গ্রেপ্তার ভুয়া সাংবাদিক জাহিদুল কারাগারে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:০৩ এম, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে নিরাপত্তা জোরদারের মধ্যে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সন্দেহজনকভাবে ক্যাম্পাসে ঘোরাফেরা করায় জাহিদ নামে এক ব্যক্তিকে আটক করে প্রক্টোরিয়াল টিম। এরপর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে জাহিদকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারায় গ্রেপ্তার দেখানো হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান আদালতে জাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের জন্য আবেদন করেন, যা রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়।
দুই পক্ষের যুক্তি-বিতর্ক শেষে আদালত জামিন নামঞ্জুর করে জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ডাকসু নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে জাহিদ সন্দেহজনকভাবে ক্যাম্পাসে ঘোরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে এবং পরে শাহবাগ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ নাম, ঠিকানা স্বীকার করেন। তবে ক্যাম্পাসে কেন ঘোরাফেরা করছেন তা জানতে চাইলে নিজেকে সাংবাদিক বলে দাবি করেন, যদিও বৈধ কোনো পরিচয়পত্র তিনি দেখাতে পারেননি।
প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ চলাকালীন ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ থাকা সত্ত্বেও জাহিদ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার বা অন্য কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।