দুর্নীতির মামলায় সাবেক এমপি মোরশেদ গ্রেপ্তার


দুর্নীতির মামলায় সাবেক এমপি মোরশেদ গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া শুনানি শেষে এই আদেশ দেন।

সেদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং পুলিশ প্রহরায় কাঠগড়ায় তোলা হয়। তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ৪ মে দুর্নীতির অভিযোগে দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মোরশেদ আলম ছাড়াও আরও দুইজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, মোরশেদ আলমের ছেলে এবং বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল আলম এবং মোরশেদ আলমের ভাই ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

মামলার নথি অনুযায়ী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এরিয়া অফিস স্থাপনের জন্য কোম্পানিটির চেয়ারম্যান মোরশেদ আলম ও তার ভাই জসিম উদ্দিনের মালিকানাধীন জমি অস্বাভাবিক দামে কেনা হয়। এ জমি কেনার সময় স্বার্থের সংঘাত গোপন রেখে মোট ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।

প্রসঙ্গত, মোরশেদ আলমকে গত ৮ এপ্রিল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×