অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র, সাবেক সচিব শহীদ খান কারাগারে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:১৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫

মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মঞ্চ ৭১ সংগঠনটির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছিল। এর আগে একই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সভায় উপস্থিত ছিলেন শহীদ খান। দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সুবিধা ভোগ করেছিলেন।
এর আগে সোমবার সকালে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে শহীদ খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।